BDIX VPN কি?
✍️ BDIX VPN শুধু মাত্র বাংলাদেশীদের জন্য ব্যবহার করা যাবে এমন একটি vpn।
✏️ BDIX (Bangladesh Internet Exchange) শব্দের বাংলা অর্থ হল বাংলাদেশীদের মধ্যে ইন্টারনেট আদান প্রদান। আর VPN (Virtual Private Network) Virtual শব্দের বাংলা অর্থ ঠিক ভাবে জানা না গেলেও এটার অর্থ এমন দাঁড়ায় যে – যে জিনিষ ব্যবহার করা যায়, ছোয়া যায় না সেটাই হলো ভার্চুয়াল। তাহলে VPN শব্দের বাংলা অর্থ এমন দাড়ায় যে – এটা এমন একটা ব্যাক্তিগত নেটওয়ার্ক যা শুধু মাত্র ব্যবহার করা যাবে।
✏️ অর্থাৎ আমরা বাংলাদেশীরা একে অন্যের মধ্যে যে প্রক্রিয়ার মাদ্ধমে ভার্চুয়ালি ইন্টারনেট শেয়ার করে থাকি সেটাকেই BDIX VPN বলা যায়।
এটা কিভাবে কাজ করে?
✍️ আমরা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি আমাদের ইন্টারনেট এ দু’ধরণের কানেকশন থাকে। ন্যাশন ওয়াইড এবং গ্লোবাল। অর্থাৎ দেশের ভিতরের ওয়েব গুলা এক্সেস করার জন্য একটা কানেকশন এবং দেশের বাইরের ওয়েব গুলা এক্সেস করার জন্য আর একটা কানেকশন। দেশের ভিতরের ইন্টারনেট সংযোগকে BDIX এবং দেশের বাইরের সংযোগকে Global ইন্টারনেট বলা হয়।
✏️ সাধারণত সবারই global স্পীড কম থাকে এবং bdix স্পীড বেশী থাকে। গ্লোবাল স্পীড ৮ mbps থাকলে bdix স্পীড ৩৫ mbps থাকে। বিভিন্ন ইন্টারনেট প্রোভাইডার এটাকে বিভিন্ন ভাবে দিতে পারে।
✏️ আমাদের BDIX VPN টা মূলত আপনার এই bdix স্পীড টা কনভার্ট করে গ্লোবাল স্পীডে রূপান্তর করবে। তাই এটা ব্যবহার করলে আপনার গ্লোবাল স্পীড যদি ৮ mbps থাকে তাহলে ৩৫ mbps পাবেন।